|
---|
রেজিনা খাতুন,সাগরদিঘী : রবিবার মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুর তেঘরীপাড়া সালফী ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টারে অনুষ্ঠিত হলো ফ্রী মেডিক্যাল চেকআপ ক্যাম্প এবং সালফী ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের সুভ উদ্বোধন। এদিনের ফ্রী মেডিক্যাল চেকআপ ক্যাম্পে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক এবং প্রফেসর ডাঃ অনির্বাণ দত্ত, তিনি ফিতে কেটে উদ্বোধন করেন সালফী ক্লিনিকের। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের গাইনোকোলজি ডাঃ অর্চিতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিশিষ্ট সমাজ সেবী আসলাম পারভেজ এর বিশেষ উদ্যোগে এবং সবুজ বার্তা সংবাদ পত্রিকার সহযোগিতায় এদিনের ফ্রী মেডিক্যাল চেকআপ ক্যাম্প সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন সালফী ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ নেজামুদ্দিন, ডাঃ সিবগাতুল্লাহ, প্ৰমুখ।