মানুষদের মাস্ক পরিয়ে করোনা নিয়ে সচেতন করলেন পুরাতন মালদা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম।

নতুন গতি নিউজডেস্ক :  লকডাউনে ক্রেতা,বিক্রেতা এবং পথচলতি মানুষদের মাস্ক পরিয়ে করোনা নিয়ে সচেতন করলেন পুরাতন মালদা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম।পুরাতন মালদার চৌরঙ্গী এলাকায় রাজীব গান্ধী পৌর বাজারের অস্থায়ী সবজিবাজারে ক্রেতা, বিক্রেতা এবং পথচলতিদের মাস্ক বিলি করেন তিনি।তিনি বাজারের বিক্রেতাদের উদ্দেশ্যে প্রচার করেন, বাজারে আগত ক্রেতাদের মাস্ক না থাকলে তারা যেন সামগ্রী বিক্রি না করেন। ইতিমধ্যে সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক বিলি করেন কাউন্সিলর শফিকুল ইসলাম।

    এদিন প্রায় পাঁচ শতাধিক মাস্ক বিলি করেন তিনি। লকডাউনের কারনে রাজীব গান্ধী পৌরবাজারে প্রতিদিন সকালবেলা বসে অস্থায়ী বাজার। প্রতিদিন শয়ে শয়ে মানুষ বাজারে কেনাকাটা করেন। বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে শফিকুল বাবু বলেন, বাজারে যারা মাস্ক পরে প্রবেশ করবে না তাদের কোন সামগ্রী বিক্রি করবেননা।তিনি বলেন, । করোনা মোকাবিলায় সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন। করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য অস্থায়ী বাজারে ক্রেতা বিক্রেতা এবং সাধারন মানুষের মধ্যে মাস্ক বিলি করা হয়।

    https://youtu.be/cJ_aEUFIwGE