|
---|
আজিম শেখ,নতুন গতি,বীরভূম:মঙ্গলবার প্রচন্দপুর গ্রামে মাদক সেবনকারী ও বিক্রেতাদের হাতে নাতে ধরে তুলে দিলেন মল্লারপুর থানার পুলিশের হাতে।প্রচন্দপুর গ্রামের বাসিন্দা মৌ বিবি জানান মাদক ও জুয়ার নেশায় গ্রামের প্রতিটি ছেলে খারাপ পথ বেছে নিয়েছে।
এর জন্য কিছু বাড়িতে খুব অশান্তি চলছে যখন তাদের হাতে টাকা পয়সা থাকবে না তখন ওরা আরো খারাপ পথ বেছে নেবে।
তাই আজ আমাদের গ্রামের সভাপতি ,কর্মাধ্যক্ষ,পঞ্চায়েত মেম্বার ,সহ আরো গ্রামের লোকের উপস্তিতে আমরা গ্রামে একটা আলোচনা মজলিশ করি ও চার জন ছেলে কে ও একজন মাদক ব্যবসায়ী কে মল্লারপুর থানার পুলিশের রিমান্ডারে তুলে দিয়।
আবার আজ বুধবার গ্রামে মাইকিং করে সমস্ত মানুষকে সাবধান করে দেয়া হয়েছে ,যাহাতে প্রতিটি বাড়ির নিজের নিজের ছেলেকে শাসন করেন ।তা না হলে গ্রাম থেকে আবার তাকে নেশাগ্রস্ত অবস্থাতে পাওয়া গেলে বা কোনো দোকানে মাদক বিক্রয় করলে তাকে পুলিশের হাতে তুলে দেবেন বলে জানান গ্রামবাসীরা ।