|
---|
নিউজ ডেস্ক,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের মেমারি কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে বৈঠকে যাওয়ার সময়,তৃণলের ই অপর গোষ্ঠী মুকেশ শর্মার নেতৃত্বে জৌগ্রামের কাছে ২নং জাতীয় সড়কের ওপর নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ২ জন কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অভিযোগ জানাতে এসে আর এক ছাত্রী ও অসুস্থ হয়ে পড়লে তাকে মেমারি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে যানা গেছে কাউকে এখন গ্রেপ্তার করা সম্ভব হয়নি।