শেষ হলো কুরআনের আলো ফাউন্ডেশনের কোয়ার্টার ফাইনাল পর্ব

ফারুক আবদুল্লাহ : পশ্চিমবঙ্গে কুরআনের কানন তথা হিফজুল কুরআন মাদরাসা গুলির অপরিষ্ফুট কুঁড়ি গুলিকে জাতীয় ও আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল কুরআনের আলো ফাউন্ডেশন। প্রত্যাশা মতোই কুরআনের আলো ফাউন্ডেশনের কোয়ার্টার ফাইনাল রাউন্ড শেষ হল চারটি পর্বে। ডিসেম্বরের ৩০,৩১ তারিখ এবং জানুয়ারীর ১,৫ তারিখ যথাক্রমে তপনা মাদরাসা, রাজাবাজার,ভাঙ্গর ও মালদার সুজাপুরে এই চারটি পর্বে সারা রাজ্য থেকে প্রায় দেড়শ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।

    কোয়ার্টার ফাইনাল পর্বের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী রুহুল আমিন সাহেব। ফাউন্ডেশনের সভাপতি মুফতি মুমতাজ সাহেব জানিয়েছেন যে ওপার বাংলায় সর্বত্রই এধরনের প্রতিযোগিতা মূলক বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, এজন্যই বিশ্বের দরবারে তাদের নাম উজ্জ্বল হয়েছে। পশ্চিমবঙ্গে এধরনের উদ্যোগ এই প্রথম। আমরা ভাবতেও পারিনি যে আমাদের এখানেও নাজমুস সাকিব, হাফিজ জাকারিয়ার মতো প্রতিভা লুকিয়ে আছে। তাদের লুকায়িত প্রতিভার বিকাশ ঘটানোই হল কুরআনের আলো ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তিনি আরও জানান এরপর সেমিফাইনাল ও পরে কোলকাতায় বিশিষ্টজনদের নিয়ে জমকালো ফাইনাল অনুষ্ঠিত হবে।
    উল্লেখ্য ফাউন্ডেশনের মূল পৃষ্ঠপোষক তথা গুজরাতের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান জামিয়াতুল ক্বিরাত কাফলেতার প্রিন্সিপ্যাল ক্বারী ইসমাইল বিসমিল্লাহ সাহেবের নেতৃত্বে তাঁদের কর্মকাণ্ড ইতিমধ্যেই রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করে।