|
---|
আসিফ ইকবাল চৌধুরী,তোতন : হুগলির খানাকুলে সবচেয়ে পুরানো ঐতিহ্যশালী ক্লাব ঝোড়ুয়া এভারগ্রীন স্পোর্টিং ক্লাব।এই ক্লাবের পরিচালনায় চারদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়,রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল।ফাইনাল খেলায় মুখোমুখি হন হুগলি ইয়ং গ্রাজুয়েট বনাম হাওড়া আসমা একাদশ।ফাইনালে বিজয়ী হন হুগলি ইয়ং গ্রাজুয়েট।এই ফুটবল খেলাকে কেন্দ্র করে সমস্ত খেলোয়াড় প্রেমীদের উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়।সরকারি নির্দেশ অনুযায়ী ও সামাজিক দুরত্ব বজায় রেখে মুখে মাস্ক পড়ে সকলেই খেলা উপভোগ করেন।উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সেখ লিয়াকত হোসেন (টনি)।সভাপতি সেখ আনোয়ারুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবী সেখ সাহাবুদ্দিন (তাপস)।সেখ জুলফিকার হোসেন, আইনজীবী হাসান ইমাম চৌধুরী,সেখ নুরুল ইসলাম, সেখ আলিমুদ্দিন,সাহাবুদ্দিন চৌধুরী,সহ সমাজের বিশিষ্টজনেরা।উপস্থিত অতিথিবৃন্দ সকলেই ঝোড়ুযা এভারগ্রীন স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।