|
---|
কথায় অসঙ্গতি মেলায় যুবককে গণধোলাই হলদিয়ায়
নিজস্ব প্রতিনিধি; হলদিয়াঃ
সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে কিডনি পাচারকারী দল এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে পালিয়ে যাচ্ছে তারা। এই গুজব ছড়িয়ে পড়েছে জেলার প্রতিটি প্রান্তে। হোয়াটস্অ্যাপ, ফেসবুকের মত সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নানা ধরনের খুনের ছবি। এই বিষয়ে রীতিমতো অশস্তিতে রয়েছে জেলা পুলিশ প্রশাসন। যদিও গতকালই প্রায় প্রতিটি থানা এই বিষয়ে সাধারণ জনগণের প্রতি গুজব ছড়াতে বারণ এবং গুজবে কান দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে প্রচার অভিযানে নামে।
সোশ্যাল মিডিয়ায় এই ধরনের গুজব রটনার জেরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ্যের শিল্প শহর হলদিয়ার বুকে। গতকাল সন্ধ্যায় গণধোলাই খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল এক যুবককে।
গতকাল সন্ধ্যায় এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিল্প শহর হলদিয়ার ভাগ্যবন্তপুরে। যুবক বর্তমানে আহত অবস্থায় হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত যুবকের সঠিক পরিচয় জানা যায়নি।
হলদিয়া পৌরসভার এক কাউন্সিলার স্বপন নস্কর জানান, গতকাল থেকে হলদিয়ার দুর্গাচক থানার ভাগ্যবন্তপুর এলাকায় তিনজন যুবক এলোমেলো ভাবে এলাকায় ঘোরাঘুরি করছিল। কেউ বলেছে হলদিয়া পুরসভা থেকে সারভে করতে এসেছি, আবার কেউ বলছে ভোটার তালিকায় নাম তোলার জন্য এসেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছিল তারা৷ তাদের কথার মধ্যে অসঙ্গতি বুঝতে পেরে এলাকার মানুষ গত সন্ধ্যায় নাগাদ ওই তিনজনকে আটক করে। এরপর তিনজনের মধ্যে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও, অপর একজন স্থানীয় মানুষের হাতে ধরা পড়ে যায়।
এরপর চাঞ্চল্যকর পরিবেশে স্থানীয় উত্তেজিত জনতা রাগ সামলাতে না পেরে যুবককে এলোপাথাড়ি ভাবে মারধর করে। এই ঘটনার পর খবর যায় পুলিশে। পরে পুলিশ এসে অভিযুক্ত যুবককে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা পাঠায়। স্থানীয়দের পক্ষ্য থেকে পুলিশকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে। ঘটনা পর এলাকা থমথমে থাকলেও, মানুষ খুন করে কিডনি নেওয়ার আতঙ্কে ভুগছে সারা পূর্ব মেদিনীপুরবাসী।