শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে মুর্শিদাবাদের ডোমকলে মোমবাতি মিছিল

নিজস্ব প্রতিনিধি , ডোমকল :

    ১৪ ফেব্রুয়ারি যখন ভারত ভালোবাসার সমুদ্রে ডুবে ছিল কাশ্মীরপ্রান্ত ভেসে যায় রক্তে। পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় শহীদ হয় ৪৪ জন জওয়ান। যে কারণে প্রতিটি ভারতীয় শোকে আচ্ছন্ন। কিছু মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করলেও জাতি-ধর্ম নির্বিশেষে বাড়ি থেকে শুরু করে রাস্তায় নেমে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে জওয়ানদের আত্মার শান্তির কামনায়। গতকাল ডোমকলে সেই দর্পণে প্রতিচ্ছবি হিসাবে দেখা দিলো।

    গতকাল রাত্রে কাশ্মীরের মর্মান্তিক সন্ত্রাসের ধিক্কার জানিয়ে এবং জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে মুর্শিদাবাদের ডোমকলে স্থানীয় মানুষেরা শান্তিপূর্ণ মোমবাতি মিছিলের মধ্য দিয়ে শোকপ্রকাশ করেন। যোগ দেন স্থানীয় ছোট-বড়ো সকলে। ডোমকল জনকল্যাণ মাঠ থেকে শুরু হয়ে পুরো বাজার জুড়ে চলে এই মিছিল। তাদের মতামত জানতে চাইলে রফিকুল ইসলাম নামক একজন বলেন, জওয়ানদের মৃত্যুর জবাব দিতে হবে সরকারকে। জঙ্গিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আর নেতাদের একটা অনুরোধ, জওয়ানদের নিয়ে রাজনীতি করবেন না।