|
---|
লকডাউনকে মাথায় রেখে প্রশাসনের কাঁধে কাঁধ মিলিয়ে এক অভিনব উদ্যোগ মোজমপুর গ্রামবাসীর
মোহাঃ কামরুজ্জামান, কালিয়াচক, মালদা:- লকডাউনকে অনুসরণ করে প্রশাসনের হাতে হাত মিলিয়ে এক অভিনব উদ্যোগ মালদা জেলার কালিয়াচক থানার মোজমপুর গ্রাম পঞ্চায়েতের মানুষদের। মারণ রোগ কোরোনা (Covid19)-থেকে মুক্তি পেতে এলাকার যুবকরা এবং সাধারণ গ্রামবাসী মিলে বাঁশ এবং গাছ দিয়ে গ্রামের সমস্ত রাস্তাকে বন্ধ করে ফেলেছে।
স্থানীয়দের দাবি যে, এই মারণ রোগ সারা বিশ্বজুড়ে এক মহাকাল হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে আমাদের দেশেও ক্রমে ক্রমে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই বাইরে থেকে কোনো কোরোনা আক্রান্ত ব্যক্তি গ্রামে ঢুকলে আমাদের মাঝেও সেই মারণ রোগ ছড়িয়ে পড়বে বলে আমরা আতঙ্কে রয়েছি। তাই বলে আমরা বহিরাগতদের জন্য আমাদের গ্রামের সমস্ত রাস্তা বন্ধ করে রেখেছি। তারা যেন অনুমতি ছাড়া কোনো মতেই গ্রামে প্রবেশ করতে না পারে। তার জন্য প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লকডাউনকে মান্য করে আমরা এলাকার যুবকদের সেখানে সিকিউরিটি হিসেবে মোতায়েন করেছি এবং গ্রামের লোকেরাও যেন কেউ কারো সংস্পর্শে না আসে সেদিকেও লক্ষ্য রাখতে বলেছি।