গণপিটুনি ও সাম্প্রদায়িক অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদে এবার পথে নামলেন” পথে এবার নামো সাথী ” দল

মিজানুল কবির, ৪ঠা আগস্ট,কলকাতাঃ দেশজুড়ে চারিদিকে ঘটে চলেছে গণপিটুনি । বাড়ছে অসহিষ্ণুতা, আক্রান্ত হচ্ছে বহু মানুষ। দেশজুড়ে সমানে ঘটতে থাকা এই টুকরো টুকরো ঘটনা এবং কেন্দ্রীয় সরকারের এই নোংরা চুপ থাকার রাজনীতির প্রতিবাদে পথে নামল ” পথে এবার নামো সাথী”। খাস কলকাতার যাদবপুরের কাছে শুলেখা মোড়ে গতকাল পথে নেমে এক অভিনব কৌশলে প্রতিবাদ জানালো এই দল।

    বিভন্ন সাহিত্য-সংস্কৃতি প্রেমী , কলা-কুশলীদের দল গানের মাধ্যমে ঘটমান ঘটনা গুলির প্রতিবাদ করেন।পাশাপাশি পথ নাটিকার মাধ্যমে সাম্প্রদায়িক ঘৃণার রাজনীতির ঊর্ধ্বে বন্ধুত্ব তা তুলে ধরেন দলের একাংশ।

     

    প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের জুন মাসের একুশ তারিখে পড়শি রাজ্য ঝাড়খণ্ডে ২৪ বছর বয়সী তাবরেজ আনসারি নামক এক যুবক জঘন্য ভাবে গণপিটুনির শিকার হন এবং হাসপাতালে মারা যান।

    দেশজুড়ে বিদ্বজনেরা প্রতিবাদের ভাষা হিসেবে সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে চিঠি অব্ধি পাঠিয়েছেন। আবার সেই সমস্ত বিদ্বজনদের উপর মামলা দায়ের করেছে কিছু লোক। এই ডামাডোল উদ্বেগ পরিবেশের পরিস্থিতিতে কলকাতায় “পথে এবার নামো সাথী” দলের অভিনব কায়দা তথা প্রতিবাদের ভাষা নজর কেড়েছে।

    সাম্প্রদায়িক রাজনীতি নয় ঐক্য চাই, রাম না রহিম কাকে ডাকবে মানুষই ঠিক করুক, গন- পিটুনি রোধে সরকার চালু করুক হেল্প লাইন সহ বিভিন্ন দাবি নিয়ে লিফলেট বিলি করা হয়।

    বিভেদের রাজনীতি ভুলে মানুষের অধিকার নিয়ে আন্দোলন করার আহবান জানিয়ে উক্ত পথসভা শেষ হয়।