আল জামিয়া সালাফিয়া বাহরুল উলুম’ মাদ্রাসার 67 তম আজিমুশ শান বাৎসরিক জালসা

আসিফ আলম, নতুন গতি, বহরমপুর
গতকাল বহরমপুর থানার উপরডিহা গ্রামে অনুষ্ঠিত হল ‘আল জামিয়া সালাফিয়া বাহরুল উলুম’ মাদ্রাসার 67 তম আজিমুশ শান বাৎসরিক জালসা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নূর মোহাম্মদ, বর্ধমান। জমিয়তে আহলে হাদিসের জেলা সম্পাদক জনাব কুতুবুদ্দিন সেখ। তিনি মাদ্রাসা শিক্ষা নিয়ে আমাদের উদাসীনতা তুলে ধরেন।
এছাড়া উপস্থিত ছিলেন ভগলদিঘি মাদ্রাসার প্রধান শিক্ষক শাইখুল হাদিস নূর আলম মহাশয় । এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইয়াসিন ও মাওলানা জাইনুদ্দিন সহ উক্ত মাদ্রাসার কমিটি বিন্দ।