ইনসুলিন ইঞ্জেকশন আর নয়

এ.এস.এম মিনহাজুল, নতুন গতি, বোদরা:

    দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে,সাথে এগিয়ে চলেছে বিজ্ঞান ও।রক্তে চিনির পরিমান বেড়ে গেলে হয় ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। এই রোগ যাদের শরীরে প্রবেশ করেছে তাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হয় সাথে রোজ একটি করে ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয়। যা খুব ই কষ্টদায়ক।

    কোচ ইন্সটিটিউট এর নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে ডায়াবেটিস হলে আর ইনসুলিন ইঞ্জেকশন নেওয়ার প্রয়োজন নেই।তারা ব্লুবেরির মত ছোট সাইজের ক্যাপসুল আবিষ্কার করেছে যা ইঞ্জেকশনের বদলে ওরাল পিল হিসাবে ব্যাবহার হবে।তারা আরো দাবি করেছে এই পিল এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই।অনেক রোগীকে দিনে একাধিকবার ইনসুলিন নিতে হয়। এবার নতুন ওষুধে মুক্তি মিলবে তাদের।