|
---|
আজিম শেখ, নতুন গতি,বীরভূমঃস্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীর পুরুষাঙ্গ কামড়ে ছিঁড়ে নিল স্ত্রী।
ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার দীগন্তপল্লী ক্যানেল পাড় এলাকায়। আহত অবস্থায় কিরিটি খাঁ নামে ওই ব্যক্তিকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ দিন ধরে স্ত্রী কণিকা খাঁয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ তোলেন স্বামী কিরিটি খাঁ। বৃহস্পতিবার এই নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বচসা। বচসা থেকে হাতাহাতি স্বামীর পুরুষাঙ্গ কামড়ে ছিড়ে নেয় স্ত্রী বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত অবস্থায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
আহত কিরিটি খাঁয়ের মেয়ে পিঙ্কি খাঁ বলেন, “বাবা মায়ের মধ্যে প্রায় ঝগড়া হত। সেই ঝগড়া থেকে এই ঘটনা ঘটেছে।”