আজিম শেখ,বীরভূম: পানাগড়-মোড়গ্রাম 60 নং জাতীয় সড়কের বেহাল দশা যানজট দুর্ঘটনা সেতুর ভগ্নদশা নিত্য দৈনন্দিন এর ঘটনা।লোহাপুর মুরারাই নলহাটি রামপুরহাট মোল্লারপুর মহঃবাজার সিউড়ি সহ বীরভূম ও সড়কের উপর নির্ভরশীল বাংলার সকলের জনজীবন বিপর্যস্ত।তারই অভিযোগ জানালেন বিধায়ক মিলটন রশীদ- মহকুমা শাসক ও জেলা শাসকে।