নকআউট ফুটবল খেলার শুভ সুচনা হল গলসির জাগুলিপাড়া গ্রামে

আজিজুর রহমান,গলসি : গলসি ১ নং ব্লকের জাগুলি পাড়া গ্রাম উন্নয়ন কমিটির তত্বাবধানে ও জাগুলিপাড়া ফুটবল কমিটির পরিচালনায় ৪০ তম রবীন্দ্র নজরুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল বৃহস্পতি বার। গ্রামের ফুটবল মাঠে মহাসমারহে ওই খেলার সুচনা করেন স্থানীয় বিধায়ক নেপাল ঘোরুই। খেলার মাঠে পায়রা উড়িয়ে খেলার শুভ সুচনা করেন অতিথিরা। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সহ সভাপতি জাকির হোসেন, ব্লক যুব সভাপতি পার্থ সারথী মন্ডল, তৃণমূল নেতা সুন্দর পাশোয়ান, ভাল্কি অঞ্চল তৃণমূল সভাপতি অরুপ মিদ্দা, পঞ্চায়েত সমিতির মৎস ও প্রানী সম্পদের কর্মাধক্ষ্যা ফরিদা ইয়াসমিন, জেলা তৃণমূল নেতা রাসবিহারী হালদার, পারাজ গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সাজাহান, উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান, মনসা বাউরী, তৃণমূল নেতা আমানুল্লা মন্ডল, বিশিষ্ট সমাজসেবী সেখ ফিরোজ আহম্মেদ, মহববুল হক সহ বেশ কিছু গুনি মানুষজন। উদ্বোধনী খেলায় মুরাতিপুর যুব প্রগতি সংঘ, বোলপুর গুঞ্জন ক্লাব এই দুটি দল মুখমুখি হয়। এদিনের  খেলার মাঠে কয়েক হাজার উৎসুক জনাতা ভিড় জমান। ফুটবল কমিটির সভাপতি রহমত মোল্লা জানান, ৪০ বছর আগে এই খেলার সুচনা করেছিলেন তাদের গ্রামের ফুটবল প্রেমী মানুষরা। পাশাপাশি আজ থেকে ধারাবাহিক ভাবে তাদের খেলায় মাঠে কোচিং এর ব্যবস্থা করেন তাদের ফুটবল কমিটি। যেখানে এলাকার ১০ বছর উদ্ধে খেলোয়াড়রা প্রশিক্ষণ নিতে পারবেন। আজকের খেলায় বোলপুর গুঞ্জন ক্লাব, মুরাতিপুর যুব প্রগতি সংঘকে ২-০ গোলে পরাজিত করে।