|
---|
সাকিল মোল্লা,নতুন গতি,ভগবানপুর:ভগবানপুরে এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করলো ভগবানপুর থানার পুলিশ। ধৃত চন্দন মাইতির বাড়ি ভগবানপুর থানার মহম্মদপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত ১৩ ই আগষ্ট ভগবানপুরে মহাম্মদপুরে তৃণমূল কর্মীকে তুলে নিয়ে যায় কয়েকজন বিজেপি কর্মী বলে অভিযোগ। এরপর স্থানীয় ইটভাটা থেকে তৃনমুল কর্মী বিশ্বজিৎ বার্গ (৩০) মৃতদেহ উদ্ধার করে। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ভগবানপুর ব্লক স্বাস্থকেন্দ্রের নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করেন। এরপর মৃত বাবা থানার অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়ে পুলিশ তদন্তের নেমে আগে দুইজনকে গ্রেফতার করে। তারা এখন জেল হাজতে রয়েছে।পুলিশ গোপন সূত্রে, খবর পেয়ে তমলুক থেকে ধৃতকে গ্রেফতার করে। ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার রাজনৈতিক ঘটনার সঙ্গে যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। গ্রেফতার চন্দন দাবি করেন রাজনৈতিক চক্রান্তের স্বীকার।