স্বামী প্রত্যগাত্মানন্দ সরস্বতী জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ ২৩শে আগস্ট পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত চান্ডুলি গ্ৰামে স্বামী প্রত্যগাত্মানন্দ সরস্বতী জন্মভূমিতে চান্ডুলি স্বামীজী সেবা সংঘের পক্ষ থেকে জন্মাষ্টমী পালন করা হল। এইদিন এই চান্ডুলি গ্ৰামে জন্মগ্রহণ করেন স্বামী প্রত্যগাত্মানন্দ সরস্বতী। প্রত্যগাত্মানন্দ সরস্বতী আসল নাম প্রমথনাথ মুখোপাধ্যায়। শুক্রবার স্বামী প্রত্যগাত্মানন্দ সরস্বতী জন্মদিন পালন করা হল। স্বামী প্রত্যগাত্মানন্দ সরস্বতী জন্মদিন উপলক্ষে সকলকে একটি প্রভাতফেরি করা হয়। স্বামী প্রত্যগাত্মানন্দ সরস্বতী জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন স্বামীজী সেবা সংঘের সকল সদস্যরা। গ্ৰামের মেয়েরা নাচে। এই অনুষ্ঠানে ছোটো মেয়ে ছেলে গান করে। এই অনুষ্ঠানে একটি নাটক অনুষ্ঠিত হল। নাটকের নাম হল একটি গাছ একটি প্রান। গ্ৰামবাসীরা ও ছেলে মেয়েদের উপস্থিতি ছিল ছোখে পড়ার মত। আজকে রাত্রি পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন গ্ৰামের সাধারণ মানুষ।