”জয় জগন্নাথ” ধ্বনিতে সিঁদুর, মঙ্গলসূত্রে মমতার সঙ্গেই ইসকনের রথযাত্রায় নুসরত !

জাকির হোসেন সেখ, ৪ জুলাই নতুন গতি, কলকাতা: বিয়ের পর সংসদে এসেছিলেন সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র নিয়ে। তাই নিয়ে মুসলিমদের কেউ কেউ আপত্তি জানালেও উত্তরপ্রদেশের দারুল উলুম বা অন্যকোন সংগঠন  আদৌ কোনো ফতোয়া জারি না করলেও অনেক কট্টরপন্থি হিন্দু স্বতঃস্ফূর্ত হয়েই নুসরতের জন্য গলা ফাটাচ্ছিলেন। নিখিল জৈনকে বিয়ে করা সেই নুসরাত জৈন আজ‌ও সেই একই সাজে কলকাতার ইসকনের রথে নিজেকে তুলে ধরলেন। ইসকনের রথে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনিও আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট অতিথি হিসেবে।

    রথযাত্রার নিয়ম মেনে তিনি প্রথমেই নারকোল ফাটিয়ে পূজা শুরু করেন। গায়ে আঁচল, কপালে সিঁদুর,-একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন টলিউড অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান জৈন। সঙ্গে ছিলেন তাঁর স্বামী নিখিল জৈন‌ও।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই নুসরতকে রথের রশিতে টান দিতে দেখা যায়। জগন্নাথ দেবের পূজার্চনার পর সর্বধর্ম সম্প্রীতির বার্তা দেন নুসরত। পাশাপাশি, উৎসবের মেজাজে ”জয় জগন্নাথ” ধ্বনিও শোনা যায় বসিরহাটের সাংসদের কণ্ঠে।

    নিখিল ঘরনী নুসরত জৈন এদিন বলেন, ”আগামী দিনে যেন সমস্ত ভেদাভেদ ভুলে  উৎসব পালন করতে পারি, এটাই প্রার্থনা।”