|
---|
নিজস্ব সংবাদদাতা, ৪ জুলাই, নতুন গতি, কলকাতা: প্রখ্যাত লেখক সাহিত্যিক শংকর ওরফে মণিশংকর মুখোপাধ্যায় কলকাতার নতুন শেরিফ হতে চলেছেন। কলকাতা হাইকোর্টের মনোনীত করা এই পদে আগামী সোমবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। এর আগে কলকাতার শেরিফ ছিলেন চিকিৎসক সঞ্জয় মুখোপাধ্যায়।
শংকর ওরফে মণিশংকর মুখোপাধ্যায়ের জন্ম ইং ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর সাবেক ব্রিটিশ ইন্ডিয়ার অধুনা বাংলাদেশের যশোহরের বনগ্রামে। বাবা হরিপদ মুখোপাধ্যায় ছিলেন পেশায় আইনজীবী। শংকরের ছোটবেলা কেটেছে হাওড়ায়। জীবনের শুরুতে তিনি কখনও শিক্ষকতা, কখনও হাইকোর্ট পাড়ায় কাজ করেছেন।
কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের অধীনেও কাজ করেছেন শংকর। ১৯৫৩ সালে বারওয়েলের মৃত্যুর পরেই তিনি পাকাপাকি ভাবে লেখালিখিকে পেশা হিসেবে বেছে নেন। ‘চৌরঙ্গী’, ‘জনঅরণ্য’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’, ‘সীমাবদ্ধ’ ‘কত অজানারে’ সমেত অসংখ্য বই লেখেন তিনি।
সাম্মানিক শেরিফ পদটি রয়েছে ব্রিটিশ আমল থেকেই। ইংরেজ আমলের চিকিৎসক মহেন্দ্রলাল সরকার থেকে শুরু করে অভিনেতা রঞ্জিত মল্লিক-সহ সমাজের বহু বিশিষ্ট মানুষ এই পদে আসীন হয়েছেন।