শিক্ষার অধিকার আইন নিয়ে একদিনের জাতীয় সেমিনার , আয়োজনে মাইস আর এম ল কলেজ

মিজানুল কবির , কলকাতা : মাইস আর এম ল কলেজে অনুষ্ঠিত হল একদিনের জাতীয় সেমিনার । সোনারপুর স্থিত মাইস ল কলেজে ” এক দশক পরেও শিক্ষার অধিকার আইনকে সমাজের আশীরবাদ স্বরূপ ফিরে দেখা ” ছিল এই সেমিনারের বিষয়বস্তু । প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে উক্ত সেমিনারের শুভ সূচনা হয় । এই সেমিনারে কলকাতা সহ বিভিন্ন রাজ্যের আইন পড়ুয়ার পাশাপাশি অধ্যাপক, অধ্যাপিকা অংশগ্রহণ করেন ।

    আমন্ত্রিত অতিথি তালিকার মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আইন বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর অমিত সেন এবং ডক্টর আশীষ মল্লিক মহাশয় । শিক্ষার অধিকার আইনের বর্তমান প্রেক্ষাপট , জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই আইনের সামাজিক দায়বদ্ধতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে একদিনের এই জাতীয় সেমিনারে । সমাজের কাছে শিক্ষার অধিকার আইনের প্রসার ঘটাতে এই ধরনের সেমিনার এক উল্লখযোগ্য ভূমিকা পালন করতে সাহায্য করবে বলে আশাবাদী মাইস আর এম ল কলেজ কর্তৃপক্ষ । তবে শুধু সেমিনার কক্ষে নয় আর্থ সামাজিক জীবনে সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছে শিক্ষার অধিকার আইন যাতে পৌঁছানো যায় তার জন্য সরকার , বিভিন্ন সংগঠন, ছাত্র ,শিক্ষকের পাশাপশি আপমোর জনগণকে এগিয়ে আসতে হবে তবেই শিক্ষার প্রসার ঘটবে বলে সহমত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা ।