মারণ ভাইরাস “করোনা” শুধু মানব শরীরে নয় থাকতে পারে আপনার ব্যবহৃত মোবাইলেও

নতুন গতি প্রতিবেদক : বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মারণ ভাইরাস ‘ করোনা ‘ শুধু মানব শরীরে নয় সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে মোবাইলের স্ক্রিনের মতো কঠিন পদার্থেও। কারণ, আপনার স্মার্টফোন এবং অন্যান্য গ্যাজেটগুলি ব্যাকটেরিয়া এবং ভাইরাসের হট বেড, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

    করোনা ভাইরাস ৯ দিন পর্যন্ত কাঁচ, প্লাস্টিক বা ধাতব জাতীয় পদার্থের পৃষ্ঠে জীবন্ত থাকতে পারে। এই উদ্বেগজনক পরিস্থিতি একাধিক সচেতনা মূলক পদক্ষেপের পাশাপাশি নিজের মোবাইল ফোনটিকেও সুরক্ষিত রাখুন। কিন্তু কীভাবে সুরক্ষিত রাখবেন। তারজন্য রইল কিছু টিপস । জেনে নিন আপনার গেজেট গুলো পরিষ্কার রাখার নিয়মগুলি:

    ১) যদি আপনার স্মার্টফোন বা ল্যাপটপ ওয়াটারপ্রুফ হয় তবে ফোন বা ল্যাপটপটি পরিষ্কার করতে সাবান জল অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।

    ২) যদি আপনার ফোনটি ওয়াটারপ্রুফ না হয় তবে জীবাণুমুক্ত করতে স্ক্রিনটি নরম ও স্যাঁতসেঁতে মাইক্রো ফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করুন এবং কাপড়টি ফেলে দিন।

    ৩) ফোন বা ল্যাপটপের উপরে যদি কোন আচ্ছাদন থাকে তবে সেটিও স্যাঁতস্যাঁতে কাপড় দিয়ে পরিষ্কার করুন এবং কাপড়টি ফেলে দিন।

    ৪) বিশেষজ্ঞদের মতে, ফোনকে জীবাণুমুক্ত করার জন্য দিনে দু’বার মাইক্রো ফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করুন।

    ৫) ফোন পরিষ্কার করার পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে ফোন ব্যবহার করবেন।