|
---|
নাজমুস সাহাদাত , মালদা : বুধবার মালদা জেলার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী । এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো মহাশয় । মালদার ইংরেজবাজার পৌরসভার সর্ব মোট আসন সংখ্যা ২৯ টি । পৌরসভার নব নির্বাচিত চেয়ারম্যান নির্ধারণ করার জন্য মোট ২৯ জন কাউন্সিলের ভোটাভুটির মাধ্যমে ২৬ জন কাউন্সিলর সমর্থন করেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ।
অন্যদিকে, ৩ জন বিজেপির কাউন্সিলর অম্লান ভাদুরি কে সমর্থন করেন । জানা যায় , ২৬ জন কাউন্সিলর এর সমর্থনে পৌরসভার নব নির্বাচিত চেয়ারম্যান হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় ।
এদিন ইংরেজবাজার পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা সংবর্ধনা জানাল পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাশয়া , বিধায়ক ও তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি , বিধায়ক তজমুল হোসেন, জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন , ডঃ মুয়াজ্জেম হোসেন সহ আরও ।
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান , মাননীয়া মুখ্যমন্ত্রী যে সামাজিক কর্মসূচি নিয়েছেন নগরবাসের উন্নয়নের জন্য তিনি যে চিন্তা নিয়েছেন সেটাকে বাস্তবে রুপ দেওয়া ও এছাড়াও অন্যান্য কাজগুলোও আমাদের করতে হবে ।
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী চেয়ারম্যান হওয়ায় তার অনুগামীরা খুশি ও আনন্দিত হয়ে ঢাক বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন তারা ।