|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “যোগী আদিত্যনাথের রামরাজ্য শীর্ষে দলিত নির্যাতনে” এমনই চাঞ্চল্যকর তথ্য সংসদে জানালো কেন্দ্র। এবং আরো এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হলো যেখানে বলা হয়েছে যে মোদি জমানায় দেশে বেড়েছে সাম্প্রদায়িক দাঙ্গার সংখ্যাও।
কেন্দ্রীয় সামাজিক ন্যায়মন্ত্রকের তরফে জানানো হয়েছে ২০১৮ থেকে ২০২০– এই তিন বছরে যথাক্রমে ৪৯,০৬৪, ৫৩,৫১৫ ও ৫৮,৫৩৮টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই হয়েছে যথাক্রমে ১১,৮৪১, ১১,৮৬৫ ও ১২,৭১৭টি। দ্বিতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ। উল্লেখযোগ্যভাবে তালিকার প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে চারটিই গোবলয়ের। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান ও বিহার। পঞ্চমে মহারাষ্ট্র। কোনও ক্ষেত্রেই নেই বাংলা।