|
---|
জাকির হোসেন সেখ,শিরাকোল : রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার ঘরের ক্লাব ‘রাজারহাট ইউথ ক্লাব’ আজ সন্ধ্যায় এক ভাবগম্ভীর পরিবেশে পুলওয়ামায় শহীদ হওয়া ৪৯ জন বীরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলো। ক্লাবের সম্পাদক শিরাকোল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মন্ত্রীপুত্র আব্দুল রহিম মোল্লার আন্তরিক উদ্যোগে সমস্ত ক্লাব কর্মকর্তা, সদস্য ও সমর্থক মিলিয়ে শ’আড়াই মানুষের উপস্থিতিতে জাতীয় পতাকার রঙে তৈরি শহীদ বেদীর সামনে মোমবাতি জ্বালিয়ে দিয়ে প্রথমে দু’মিনিট নীরবতা পালন করা হয়।
তারপর জাতীয় পতাকা হাতে ধরে আব্দুল রহিম মোল্লা বলেন, ‘দু’মিনিটের নীরবতা ভারতের সেই সেনাদের জন্য যাঁরা জীবনের মায়া তুচ্ছ করে দেশের জন্য এবং আমাদের মতো দেশের নাগরিকদের জন্য অতন্দ্র প্রহরায়া নিযুক্ত থেকে প্রাণ দিলেন। সাথে সাথে আমরা তীব্র প্রতিবাদ, ক্ষোভ আর ঘৃণা উগরে দিচ্ছি সেই পাকিস্তানের প্রতি যারা কাপুরুষোচিত হামলাকারী জইস ই মহম্মদীর মতো সন্ত্রাসী সংগঠনকে মদত দিচ্ছে।’
তারপর তিনি বলেন, ‘আমাদের একথাও মনে রাখতে হবে যে, ৪৯ জন বীর শহীদদের মধ্যে আর এক শহীদ সিআরপিএফের হেড কনস্টেবল নাসির আহমেদের মা যেখানে পুত্রের জানাজার সামনে দাঁড়িয়ে বলছেন – দেশের জন্য ছেলের শহীদ হওয়ায় আমি গর্বিত। পাকিস্তানকে এর যোগ্য জবাব দিতে হবে। সেখানে দেশপ্রেমের নামে কেউ হিন্দুত্বের জিগির তুলে সম্প্রীতি নষ্ট করতে চাইলে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।’তিনি আরো বলেন, হামলায় শহিদ জওয়ানদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
এরপর প্রত্যেকে একে একে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।