মাদ্রাসার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় ফারহাদ

মাদ্রাসার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় ফারহাদ

    বিশেষ প্রতিবেদন, সল্টলেক: মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের স্বনামধন্য সদস্য একেএম ফারহাদ সাহেবের নেতৃত্বে ব্যাপকহারে কর্মক্রিয়া করে চলেছে।  মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি, তথা আলিয়া ইউনিভার্সিটির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আবু তাহের কামরুদ্দিন ও বোর্ডের সচিব সেখ আব্দুল মান্নাফ আলী’র সঙ্গে দীর্ঘ আলোচনায় শিক্ষক বদলির সরলীকরণ, প্রধান শিক্ষক নিয়োগ,বকেয়া এরিয়ার,  মাদ্রাসা পঠন-পাঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিকাঠামোর সার্বিক উন্নয়ন নিয়ে ফলপ্রসূ বৈঠক সম্পন্ন হয়।  আলোচনায় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম রাজ্য সম্পাদক তথা হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ইরফান আলী বিশ্বাস সহ অন্যান্যরা।