|
---|
সংবাদদাতা : বারাসাত জগদিঘাটা কাজিপাড়া স্কলার ইন্সটিটিউট হলে সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের পরিচালনায় এক ইফতার মজলিস ও মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসার ডাইরেক্টর ও ভোজপাড়া হাই স্কুলের সহ প্রধান শিক্ষক মাওলানা মাসউদুর রহমান, সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, মজলিসে দোয়া করেন, সিরাতের রাজ্য সভাপতি ও কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমির সম্পাদক হাজি আকবর আলি সরদার, এছাড়া উপস্থিত ছিলেন আনুধাহ চটকাবেড়িয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক নাসিম সাহেব, ছোট জাগুলিয়া হাই স্কুলের শিক্ষক মাওলানা আমিনুল আম্বিয়া, চৌমুহা হাই স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সিরাতের প্রক্তন রাজ্য সভাপতি সেখ আবু তালেব, হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসার সম্পাদক, মাওলানা নাসিরুদ্দিন, সিরাতের কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, সদস্য হাফেজ সাজ্জাদ আলি, শিক্ষক আব্দুল ওয়াহিদ, শিক্ষক সাহাবুদ্দিন মন্ডল, ইমান আলী, সেখ আফ্রিদি প্রমুখ।