উৎসব মুখর বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির দ্বিতীয় বার্ষিক সম্মেলন

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : গত ১৮ ই জুন বারাসাত তিতুমীর সভা কক্ষে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। রূপ রেখা নাজনীন চৌধুরীর গানে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । জেলা সম্পাদিকা সর্বানি বেগম নতুন জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। শিল্পী তাসনিম নাজিফার গান উপস্থিত শ্রোতাদের মন ছুঁয়ে যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আব্দুল কাদের শাহ , প্রাণতোষ বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ছিলেন ড. শেখ কামাল উদ্দিন, কবি বাকিবিল্লাহ মন্ডল ও সাংবাদিক আইয়ুব আলী। কবিতা ও গল্প পাঠে অংশগ্রহণ করেন
ড. মুস্তাফা আবদুল কাইয়ুম সাহেব , আতিয়ার রহমান, নাজমা সুলতানা, মুসা হক, মহাদেব পাত্র, আবু আবদুল্লাহ, সিরাজুল ইসলাম ঢালি, মফিজুল ইসলাম,আসাদ আলী, সাইদুর ইসলাম,আনারুল হক, সরবত আলি মন্ডল, সমুদ্র বিশ্বাস,জাসমিন সুলতানা,আরেফা গোলদার, নাফিসা খান ও আয়েশা খাতুন, সর্বানি বেগম । ছিল শ্রুতি নাটক কাবুলিওয়ালা। অংশগ্রহণে সুবিদ আলি মোল্লা, তপন রায়, অলিফা পারভীন , জেসমিন ও পারিজাত। এদিনের বিশেষ আকর্ষণ ছিল নৃত্য অনুষ্ঠান । পরিবেশনায় নান্দনিক শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পী সুজানা রহমান। মঞ্চ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয় সেলিম মন্ডল (নাট্যকার) মুন মুন মন্ডল( লিটিল ম্যাগাজিন সম্পাদিকা), মৌসুমী হোসেন (সংগীতশিল্পী), নাফিসা খান (কবি), রুবিনা খাতুন (ক্রীড়াবিদ) আবেদিন হক আদি (আবৃত্তিকার) কে ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাকফুর রহমান ও হাসিম আবদুল বরকতি সাহেব।