|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির কৃষ্ণরামপুরে ফুটবল খেলার ফাইনালে জয়ী বনগ্রাম ফুটবল আইকন। অতিথি বরনের পর মশাল দৌড়, মাঠে নৃত্য ও ট্রফি প্রদর্শনীর মধ্য দিয়ে দর্শকদের মনরঞ্জন করা হয়। শেষে জাতীয় পতাকা ও তৃণমুলের দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ পোজ্জোলনের মধ্য দিয়ে খেলার সুচনা করা হয়। এদিন রনপুর যুব সংঘ সোনামুখী ও বনগ্রাম ফুটবল আইকন। বনগ্রাম ৩ -০ গোলে জয়ী হয়। জানা গেছে, কৃষ্ণরামপুর মা মাটি মানুষ ক্লাবের উদ্দ্যোগে ওই শুরু নক আউট ফুটবল উৎসবের সুচনা হয়েছিল কিছুদিন পূর্বে। এলাকার ষোলোটি দলকে নিয়ে ওই খেলার সুচনা করেন কৃষ্ণরামপুর মা মাটি মানুষ ক্লাবের সভাপতি জাকির হোসেন। দীর্ঘ আট বছর ধরে যাঁকযমক ভাবে ওই খেলা পরিচালনা করছেন তিনি। প্রথম অর্ধে ১১ মিনিটে বনগ্রামের খেলোয়াড় পিকলু সোরেন একটি গোল দেয়। দ্বিতীয় অর্ধে ২৫ মিনিটে তাদের খেলোয়াড় কৈলাস মুর্মু আবার একটি গোল দেন। খেলার ৩১ মিনিটে বনগ্রামের খেলোয়াড় লাল তাই আবার একটি গোল দিয়ে দলের জয় নিশ্চিত করেন। এদিনের খেলায় ম্যান অফদা ম্যাচ হন লাল তাই। ম্যান অফদা সিরিজ হন বনগ্রাম ফুটবল আইকনকের খেলোয়াড় গোমেস কিসকু।