|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: রায়দিঘীতে হুড খোলা গাড়িতে চেপে সকাল থেকে শুরু করে সারাটা দিন প্রচার সারলেন বিজেপি প্রার্থী। সকাল থেকে সারাদিন এই প্রচার চলে মাঝে দুপুরে একটু সমর্থক দের সঙ্গে একসাথে দুপুরের মধ্যাহ্নভোজ ও সারেন তিনি। তাকে দেখতে প্রচুর বিজেপি সমর্থকরা রাস্তার দুপাশে ভিড় করেন।
উৎসাহী কিছু বিজেপি সমর্থকরা ব্যান্ড বাজাতে বাজাতে মিছিলে অংশ নেয়। মিছিল ঘিরে বিজেপি সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। মন্দিরে পূজা দিয়ে এই পথপরিক্রমা শুরু করেন তিনি।
প্রার্থী এক একান্ত সাক্ষাৎকারে আমাদেরকে জানান বিভিন্ন জায়গায় পরিক্রমা করে তিনি বুঝেছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁকে সমর্থন করছেন। মথুরাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিগত সাংসদ চৌধুরী মোহন জাতুয়ার বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন যে ব্যক্তি সংসদে ও কিছু বলতে পারেন না, তিনি জণগণের সামনে কি বা বলবেন। মথুরাপুরে তৃণমূলের সঙ্গে প্রধান লড়াই যে বিজেপিরই তা তাঁর প্রচারের অভিব্যক্তি দেখে স্পষ্টই ধারণা করা যায়।