|
---|
নিজস্ব সংবাদদাতা : আগামী ১৫ ই নভেম্বর বীরাসা মুন্ডার জন্ম দিবস।মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে রাজ্যের বিভিন্ন ব্লক গুলিতে ধামসা মাদল দেওয়া শুরু হয়ে গিয়েছে। গোটা রাজ্যে প্রায় ১০০০ ধামসা মাদল বিতরণ করা হবে। এদিন শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়াতে মুখ্যমন্ত্রীর নির্দেশমতো ধামসা মাদল বিতরণ করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক, শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ-সভাপতি রেশমি এক্কা। মন্ত্রী এই বিষয়ে জানান আগামী ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্ম দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে রাজ্যজুড়ে চলছে ধামসা মাদল বিতরণ কর্মসূচি।