স্বাস্থ্য শিবির বীরভূমের গুলালগাছি গ্রামে

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: আজ বীরভূম জেলার রাজনগর ব্লকের গুলালগাছি গ্রামের ছাতিনা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এলাকার শিশু, পুরুষ ও মহিলা নিয়ে প্রায় দেড় শতাধিক মানুষের চিকিৎসা করা হয় শিবিরে । এলাকার মানুষ যাহাতে সুস্থ্য থাকেন এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে ডাক্তার বাবুদের সাথে পরামর্শ করার ও সুযোগ পান হাতের নাগালে তার ই এক প্রয়াস। চিকিৎসা শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার প্রত্যুষ মিত্র ও ডাক্তার সঞ্জয় সিং।বর্ধমান জেলার দূর্গাপুর সনকা হাসপাতালের আর্থিক সহায়তায় এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের ব্যবস্থাপনায় ও গুলালগাছি ভিলেজ ওয়াটার ম্যানেজমেন্ট কমিটির সহযোগিতায় আজকের এই শিবির বলে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে সৌম্য ঘোষ এবং উদ্যোক্তা তথা গ্রামবাসিদের পক্ষে রনজিত মন্ডল ও সেখ নিজামুদ্দিন একান্ত সাক্ষাৎকারে কথাগুলো জানান।