প্রয়াত হলেন “আবার এসেছি ফিরে” পত্রিকার সম্পাদক এবাদুল হক

তানবির কাজি, নতুন গতি নিউজডেস্ক : প্রয়াত হলেন “আবার এসেছি ফিরে” ও “এবং পুনশ্চ” পত্রিকার সম্পাদক এবাদুল হক। ১২ মে তাঁর শারীরিক সমস্যা দেখা দিলে মুর্শিদাবাদ নার্সিংহোমে ভর্তি হন। কোভিড টেস্ট করার পর জানা যায় তিনি করোনা পজেটিভ। তারপর চিকিৎসা শুরু হয়। ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছিলেন কিন্তু আজ সকালে হৃদ রোগে আক্রান্ত হয়ে নার্সিংহোমেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    সম্পাদক ও সাহিত্যিক এবাদুল হক সম্পর্কে বলতে গেলে বলতে হয় – মুর্শিদাবাদের ভগবানগোলা’র মতো জায়গায় ১৯৭৯ সালের ১৫ আগস্ট সাহিত্যের আকাশে নক্ষত্রের মতো জ্বলে ওঠে তাঁর সম্পাদিত পত্রিকা ‘আবার এসেছি ফিরে’। বর্তমানে যা মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের প্রথম সারির পত্রিকা। তরুণ লেখকদের তীর্থস্থান। তিনি “এবং পুনশ্চ” নামে একটি পত্রিকাও সম্পাদনা করতেন। তিনি তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে ১৯৯২ সালে ‘সারা বাংলা শ্রেষ্ঠ লিটল ম্যাগ’ সম্মান, ২০১২ সালে মহাশ্বেতা দেবী , জয় গোস্বামী, পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ‘বাংলা অকাদেমি পুরষ্কার’ পান। সম্পাদক ছাড়াও তিনি কবি ও গল্পকার হিসেবেও পাঠক মনে ছাপ রেখেছেন। তাঁর সদ্য প্রকাশিত দুটি কবিতার বই “সময়ের জলছাপ” ও “পলাতক ছায়া” খুব প্রশংসিত হয়েছে।

    প্রয়াত হলেন "আবার এসেছি ফিরে" ও "এবং পুনশ্চ" পত্রিকার সম্পাদক এবাদুল হক। ১২ মে তাঁর শারীরিক সমস্যা দেখা দিলে মুর্শিদাবাদ নার্সিংহোমে ভর্তি হন। কোভিড টেস্ট করার পর জানা যায় তিনি করোনা পজেটিভ। তারপর চিকিৎসা শুরু হয়। ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছিলেন কিন্তু আজ সকালে হৃদ রোগে আক্রান্ত হয়ে নার্সিংহোমেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    তাঁর মৃত্যুতে মুর্শিদাবাদের কবি-সাহিত্যিকরা শোকাহত এবং নিজেদের অসহায় মনে করছেন।