|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: “শুভেন্দু অধিকারী তাে নিজে আমার কাছ থেকে টাকা নিয়েছেন। সে সব রেকর্ডও করা আছে। তাহলে তাঁকেও কেন গ্রেফতার করা হল না? সবার জন্যই এক দৃষ্টিভঙ্গি হওয়া দরকার।” নারদ-মামলায় CBI সােমবার ফিরহাদ হাকিম,সুব্রত মুখােপাধ্যায়, মদন মিত্র ও শােভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর মুখ খুলে এই কথাই বলেছেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল।
স্যামুয়েল বলেছেন, “আজ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে শুভেন্দু অধিকারীও তাে আমার থেকে টাকা নিয়েছেন। সেটা রেকর্ড করাও হয়েছে। তাহলে তাঁকে.গ্রেফতার করা হল না কেন? সবার জন্যই এক বিচার হওয়া দরকার।”
এই তালিকায় এখনও যারা আছেন মুকুল রায়, শঙ্কুদেব পান্ডা, কাকলী ঘোষ দস্তিদার, সৌগত রায়।