স্বচ্ছ ভারত কর্মসূচি হিসেবে সাফাই অভিযান বীরভূমের তাতিপাড়ায়

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: আজ ২৬ জুলাই বীরভূম জেলার রাজনগর ব্লকের তাতিপাড়া পঞ্চায়েত এলাকায় নেহেরু যুব কেন্দ্রের সহায়তায় এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের ব্যবস্থাপনায়
স্বচ্ছ ভারত কর্মসূচির অংশ হিসেবে তাতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পঞ্চায়েত সংলগ্ন এলাকার় চাতাল,ড্রেন সহ বিভিন্ন জায়গায় সাফাই অভিযান চালানো হয়, সেই সাথে চুন ব্লিচিং ও ছড়ানো হয়। সংস্থার পক্ষ থেকে স্বপন বাগ্দী,মাখদি হেমরমরা এক সাক্ষাৎকারে জানান স্বচ্ছ ভারত কর্মসূচি হিসেবে আজকের এই সাফাই অভিযান। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এবং ডেঙ্গু প্রতিরোধে প্রচার ও ড্রেন পরিস্কার,চুন ব্লিচিং পাউডার দিয়ে এলাকা দূষণ রোধে এই উদ্যোগ। সাফাই অভিযানে অংশ গ্রহণকারি কর্ন দাস, ছবি হেমরম,মিরুদি টুডু,হোপনা হেমরম,মলিন্দ হেমরমদের মত স্বেচ্ছাসেবীদের ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবং সকলে একবাক্যে স্বীকার করেন যে এরূপ সামাজিক কাজে নিজেদের জড়ানোয় খুব ভালো লাগছে। আগামী দিনে ও অনুরূপ কাজ কর্ম করে এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখব বলে অঙ্গীকার করেন।