|
---|
নতুন গতি প্রতিবেদন, চাঁচোল: নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে গোটা দেশ। এই নাগরিকত্ব সংশোধনী বিল বা ক্যাব প্রত্যাহারের দাবিতে চাঁচলে বিক্ষোভ দেখাল চাঁচল ১ নং ব্লক ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।
মঙ্গলবার রাত আটটা নাগাদ চাঁচল ওয়েলফেয়ার পার্টি সদস্যরা একটি বিক্ষোভ মিছিল করেন। পরে চাঁচোল নেতাজি মূর্তির সামনে এসে এই নাগরিকত্ব বিলের প্রতিলিপি টি আগুনে পুড়িয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিন বিক্ষোভ মিছিলে ওয়েলফেয়ার পার্টি প্রায় কয়েকশো সদস্য সামিল হন বলে খবর।
উল্লেখ্য, সোমবার দিন লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিলের তীব্র বিরোধিতায় সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল। তাই মঙ্গলবার দিন চাঁচলে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা।
এ ব্যাপারে চাঁচোল ওয়েলফেয়ার পার্টি সদস্যরা জানান, এই বিলের আমরা তীব্র বিরোধিতা করি। এই সংবিধান বিরোধী আইন আমরা মানছি না মানবো না। কেন্দ্রীয় সরকার মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ এর জন্য এই বিলাবো করতে চাইছে। চাঁচল ওয়েলফেয়ার পার্টির সদস্যরা এর তীব্র বিরোধিতা জানায়।