|
---|
নতুন গতি প্রতিবেদন, কোচবিহারঃ রাজ্যব্যাপী নারী নির্যাতন ধর্ষণ হত্যা অধিকার হরণ ও বঞ্চনার অভিযোগ তুলে কোচবিহার আরক্ষ্যা ভবনে বিক্ষোভ দেখাল মহিলা সংগঠন ভারতীয় জনতা মহিলা মোর্চা। বুধবার বিজেপি মহিলা সংগঠনের এই কর্মসূচীকে ঘিরে শহরের প্রাণকেন্দ্র সাগর দীঘি চত্বরে ছিল অভাবনীয় নিরাপত্তা ব্যবস্থা। এদিন আরক্ষা ভবন চত্বরে ছিল কড়া নিরাপত্তার বেষ্টনী। কোনও রকম অপ্রীতিকর অবস্থা রুখতে তৈরি করা হয়েছিল ব্যারিকেড। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছিল জলকামানও।
হায়দ্রাবাদকান্ডের পর মালদায় মহিলাকে ধর্ষণ করে জ্বালিয়ে দেবার প্রতিবাদে এই আন্দোলন বলে জানান তাঁরা। রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্বেও কিভাবে কি ধর্ষণ ঘটছে তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
এবিষয়ে কোচবিহার জেলা মহিলা মোর্চার সভানেত্রী সাবিত্রী বর্মণ বলেন, সারা রাজ্য জুড়ে যেভাবে ধর্ষণ বেড়ে চলছে তাঁর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। পাশাপাশি রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্বেও কিভাবে এই ধর্ষণ বেড়ে চলছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, অবিলম্বে যদি এই অবস্থার সঠিক সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবার হুসিয়ারিও দেন।