পোস্ত চাষ বন্ধের ব্যাপারে পথ নাটিকা ও সরজমিনে তদন্ত লোকপুরে

পোস্ত চাষ বন্ধের ব্যাপারে পথ নাটিকা ও সরজমিনে তদন্ত লোকপুরে

    নতুন গতি, ওয়েব ডেস্ক:
    বীরভূম জেলা পুলিশের উদ্যোগে জেলা, ব্লক এমনকি পঞ্চায়েত স্তরে ও পোস্ত চাষ বন্ধের ব্যাপারে মিটিং করে সতর্কতা এবং সচেতনতার বার্তা দেওয়া হয়েছিল।আজ আবার কথা বলা পুতুলের মাধ্যমে পথ নাটিকা অনুষ্ঠিত হয় লোকপুর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন তেমাথা মোড়ে। পথচলতি মানুষজন সহ লোকপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ম্যাজিক এবং কথা বলা পুতুলের কথা শোনা ও অভিনয় দেখতে সকলে হাজির হয়। পোস্ত চাষ, সন্ত্রাস, সমাজের সর্বনাশ , আইনের চোখে পোস্ত চাষ বেআইনি,ধরা পড়লে জরিমানা সহ কারাবাস ও হতে পারে,তাই পোস্ত চাষ থেকে বিরত থাকুন আবগারি দপ্তরের পক্ষ আবেদন জানান।পথ নাটিকার পরে লোকপুর থানার কড়িধ্যা,ডেমুরিয়া,নয়াবাদি সহ বিভিন্ন গ্রামের জমি ঘুরে ঘুরে তদন্ত চালান। এদিনের পোস্ত চাষ সরজমিনে তদন্তের দলে ছিলেন এক্সাইড ওসি খয়রাশোল প্রবীর দাস, বর্ধমান এক্সাইড ডেভেলপমেন্ট অফিসার,ডি ই সি মলয় সাহা এছাড়া ও লোকপুর থানা,বি ডি ও,এ ডি এ,বি এল আর ও দপ্তরের প্রতিনিধিগণ। আজকের ঘটনা সম্পর্কে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান ডি ই সি মলয় সাহা।