আনিস হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে ধর্মতলায় কংগ্রেসের অবস্থান বিক্ষোভ

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : আনিস হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের গ্রেফতারের পাশাপাশি কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবিতে আজ সারাদিন কলকাতার ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করে কংগ্রেস । এই অবস্থান বিক্ষোভের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ।

    আজকের কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন, প্রাক্তন বিধায়ক শ্রী নেপাল মাহাতো, শ্রী অসিত মিত্র, ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রী সৌরভ প্রসাদ সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব । ছিলেন বিভিন্ন জেলার নেতৃত্বরাও ।

    অবস্থান মঞ্চ থেকে আনিস হত্যাকাণ্ডে কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবিতে সরব হন অধীর চৌধুরী । তাঁর অভিযোগ, পুলিশকে বাঁচিয়ে আনিস খানের হত্যাকারীদের রক্ষা করতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী । তাই প্রকৃত দোষীদের চিহ্নিত করতে রাজ্য সরকারের গঠিত সিট (SIT) দিয়ে তদন্ত নয়, বরং কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানান তিনি ।