বর্ধমানের ছত্রছায়া সংস্থার ত্রাণ সামগ্রিক বিতরন

সেখ সামসুদ্দিন : বর্ধমান ছত্রছায়া আজ দক্ষিণ ২৪ পরগণা জেলার নাদাভাঙা এবং নামখানা অঞ্চলের হাজার অধিক প্রাপ্তবয়স্ক নাগরিকদের হাতে চাল, ডাল, আলু, সোয়াবিন, মুড়ি, চিরে, চিনি, স্যানিটারি ন্যাপকিন, সাবান, মাস্ক, মশারি , ওআরএস, প‍্যারাসিটামলের পাশাপাশি লুঙ্গি, কাপড়, গামছা এবং ৩৫০ অধিক বাচ্চাদের মধ্যে জুনিয়র হরলিক্স, কেক, বিস্কুট, ভাজা চিরে, পানীয় জল, পাশাপাশি নতুন ও পুরাতন বস্ত্র অর্থাৎ জামা প্যান্ট শিশুদের মধ্যে বিলি করেন। সংস্থার এক মেম্বার সৌভিক মন্ডল ওরফে তাতাই সূত্রে জানা যায় “অঞ্চলগুলিতে এর আগে কোন সংস্থা ত্রাণ পৌঁছায়নি, আমরা খুশি এই এলাকায় মানুষদের মধ্যে যৎসামান্য ত্রাণ বিলি করার মধ্য দিয়ে”। এই প্রসঙ্গে সংস্থার সভাপতি কুন্তল রায় এবং সেক্রেটারি নিতাই হাটি জানান ভবিষ্যতেও বর্ধমান ছত্রছায়া মানুষের পাশে ছাতার মতো থাকতে চায় মানুষের সুখে দুখে বিপদে-আপদে সবসময় বর্ধমান ছত্রছায়া থাকার অঙ্গীকারবদ্ধ এ কথা জানা যায়।