রক্তের সংকটে গরম উপেক্ষা করে রক্তদান শিবিরে 67 জনের রক্তদান

সংবাদদাতা, মালদা : গ্রীষ্মকালীন রক্তের সংকট দূরীকরণে (মহিলা পরিচালিত)উদীচীর উদ্দ্যোগে, সেন্ট জন এম্বুলেন্স এবং ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা শাখার সহযোগিতায় রবিবার মঙ্গলবাড়িতে এক স্কুলে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছা রক্তদান শিবির৷
এক মহিলা রক্তদাতা প্রথমে রক্ত দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন । রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, রক্তদান আন্দোলনের এলাকার অন্যতম উদ্যোগতা আহ্বায়ক অনিল সাহা, স্কাউট এন্ড গাইডের সম্পাদক নিরঞ্জন প্রামানিক, সেন্ট জন এম্বুলেন্সের সম্পাদক সৌমিত্র সরকার, মালদা সি. এম. এইচ ২ ডাঃ অমিতাভ মন্ডল, কাউন্সিলার সৌমেন সরকার, রক্তদান কর্মী বিশ্বজিৎ সিনহা , দিঠিপিয়া ব্যানার্জী, মিজানুল ইসলাম, সুরজিত মন্ডল প্রমুখ৷


    এদিনের শিবিরে যে উল্লেখ যোগ্য এলাকার যুবক যুবতীরা সারিবদ্ধ ভাবে উৎসাহ উদ্দিপনার সঙ্গে রক্তদানের করেন যা অত্যন্ত প্রসংশনীয়৷ শিবিরে তিন জন মহিলা সহ মোট ৬৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷ সংস্থার সভাপতি পিয়ালি ঘোষাল সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ আ অনুষ্ঠান পরিচালনা করেন উদীচীর সম্পাদিকা অঞ্জনা শিকদার।