মেমারি ১ব্লকে আদিবাসী মেলার সূচনা হয় আমাদপুর উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গণে

সেখ সামসুদ্দিন : মেমারি ১ ব্লক আদিবাসী মেলার সূচনা হয় আমাদপুর উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গণে। আদিবাসী রীতি অনুযায়ী স্থানীয় পুকুর থেকে জল নিয়ে এসে পুজো করার পর সরকারিভাবে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে বাবাসাহেব আম্বেদকর, ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর, সিধু, কানু সহ অন‍্যান‍্য আদিবাসী মণীষীদের মূর্তিতে মাল‍্যদান করেন ও পুষ্পার্ঘ দেন অতিথি সহ সকল ব‍্যক্তিবর্গ। আদিবাসী রীতিতে ঘটি জল প্রণাম, ‍ব‍্যাজ ও উত্তরীয় পরিয়ে অভ‍্যর্থনা জানানোর পর মেমারি ১ বিডিও ডা আলি মহঃ ওলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সেখ মোয়াজ্জেম, প্রাক্তন সহ সভাপতি ও বর্তমান সদস‍্য মধুসূদন ভট্টাচার্য সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জিলা পরিষদ সদস‍্য মনিকা রায় ও চাঁদমনি মুরমু, কর্মাধ‍্যক্ষ আব্দুল হালিম, নমিতা কর, রেনুকা মহন্ত, সহ অন‍্যান‍্য কর্মাধ‍্যক্ষ ও সদস‍্যবৃন্দ এবং ব্লকের বিভিন্ন বিভাগীয় আধিকারিকবৃন্দ। এই আদিবাসী মেলা তিনদিন ধরে চলবে এবং মেলাকে কেন্দ্র কর সরকারি বিভিন্ন পরিষেবা সহ বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, নৃত‍্য প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানান বসন্ত রুইদাস।