করণা যোদ্ধা নার্স,সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী ও ANM দের দিয়ে অভিনব উদ্যোগে জগদ্ধাত্রী পুজো উদ্বোধন

 

    নতুুন গতি,মালদাঃ-মালদা জেলার কালিয়াচক থানার চরিঅনন্তপুরের অভিনব উদ্যোগ নিয়ে গতকাল সন্ধ্যায় এগিয়ে এলো চরিঅনন্তপুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি।এদিন দেখা গিয়েছে করোনা পরিস্থিতে যারা প্রতিনিয়ত সমাজের জন্য নিজেদের পরিবার কথা ভুলে সমাজের জন্য কাজ করে চলেছেন তাদের দ্বারায় উদ্বোধন করল জগদ্ধাত্রী পূজা। উদ্বোধন করলো এলকার কিছু স্বাস্থ্যকর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে।পুজো কমিটির পক্ষ থেকে তাঁদের সাদরে বরণ এবং অভ্যর্থনা জানানো হয়। প্রদীপ প্রজ্জলন এবং ফিতে কেটে স্বাস্থ্যকর্মী ও সিভিক ভলেন্টিয়ার পুজো মণ্ডপে সূচনা করেন। এবং তাদের উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।জগদ্ধাত্রী পূজা কমিটির সেক্রেটারি পঙ্কজ ত্রিবেদী বলেন এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য কর্মী এবং পুলিশ যেভাবে দিন রাত আমাদের সমাজের জন্য কাজ করে চলেছেন তা সমাজের জন্য উল্লেখযোগ্য দৃষ্টান্ত।তাদের অবদান আমাদের কাছে চির ঋণী রাখে। সিভিক ভলেন্টিয়ারও করোনা পরিস্থিতি থেকে শুরু করে ভিন্ন সময়ে অক্লান্ত পরিশ্রম করে চলে।তাই তাই তাদের কথা ভেবে এই করোনা যোদ্ধাদের উদ্বোধন এবং সম্বর্ধনা দেওয়া।
    এমন সম্মান পেয়ে অত্যন্ত খুশি স্বাস্থ্য কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারা।