গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ

     

    মালদা,২১ নভেম্বর : শনিবার সকালে ছট পূজা সেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে, মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাট এলাকায়।প্রতিবেশীরা জানিয়েছেন,মৃত গৃহবধূর নাম, পূজা দাস(২০)।স্বামী বিকি দাস।শ্বশুরবাড়ি হরিশচন্দ্রপুর এলাকায়।তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।প্রাথমিকভাবে প্রতিবেশীদের অনুমান পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই গৃহবধূ।জানা গিয়েছে গত ছয় মাস আগে প্রেম আলাপ করে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা বিকি দাসের সঙ্গে বিয়ে হয় পূজার।গত একমাস ধরে সে তার দাদুর বাড়িতেই থাকতো মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে।শনিবার ভোরে অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে পুজাও মহানন্দা নদীতে নেমে ছট পূজা করেন। এরপর বাড়িতে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পূজা।পরিবারের লোকেরা জানতে পেরে তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।