|
---|
মেদিনীপুর: রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘাতে এক পর্যটক এর আকস্মিক মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভদ্রলোক হুগলির আরামবাগের বাসিন্দা বলে জানা গিয়েছে। নাম উত্তম কুমার রায় বয়স ৪২ বছর।
দিন দুয়েক আগে তিনি পরিবার সমেত সৈকত নগরী দিঘাতে বেড়াতে গিয়েছিলেন। পরিবার সময় তিনি একটি হোটেলে উঠেছিলেন। শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে চলে যান। এরপর গভীরাতে অসুস্থ বোধ করেন তখন ওই হোটেলের কর্মীদের সহায়তায় তার পরিবারের লোকজন দীঘা স্টেট জেনারেল হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তার মৃতদেহ অস্বাভাবিক কিনা সেই কারণে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বোঝা যাবে হুগলির আরামবাগের বাসিন্দা উত্তম কুমার রায়ের মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক।