|
---|
নিজস্ব সংবাদদাতা,পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর:ট্রেন দুর্ঘটনায় বিপন্ন পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সম্প্রতি ওড়িশার বাহানাগা ট্রেন দুর্ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার চৈতন্যপুর-২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ধলশর গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক উত্তম কুমার ভৌমিক মারা গেছেন। রেখে গেছেন তিন নাবালিকা কন্যা সুমিত্রা, সুচিত্রা ও সোমা এবং স্ত্রী বুল্টি ভৌমিককে।উত্তমবাবুর আকস্মিক প্রয়াণে পরিবারটি আজ বিপন্ন।সাধ্যমতো এই পরিবারটির পাশে দাঁড়াতে এগিয়ে এলো অবিভক্ত মেদিনীপুর জেলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র। বৃহস্পতিবার সন্ধ্যায় কুইজ কেন্দ্রের একটি প্রতিনিধি দল প্রয়াত উত্তম বাবুদের বাড়িতে যান।
সেখানে তাঁরা পরিবারেটির পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন এবং পরিবারের বড় মেয়ে সুমিত্রা ভৌমিকের মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার ও পোশাকের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য সুমিত্রা স্থানীয় কুমরপুর হটেশ্বর হাইস্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে। কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা জানান,”সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে তাঁরা সাধ্যণতো বিপন্ন পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন”।
এছাড়াও উল্লেখ্য গত রবিবার রেল দুর্ঘটনাগ্রস্ত আহত যাত্রীদের জন্য কোলাঘাট সংকেত ক্লাবের সংগে যৌথভাবে পাঁশকুড়া ব্লাড ব্যাংকে ইন হাউস রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কুইজ কেন্দ্রের পক্ষ থেকে।যেখানে ৬৮ ইউনিট রক্ত সংগৃহীত হয়।