নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা’

নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা’

    সেক আতিউল্লা (সম্রাট), নতুন গতি  , পূর্ব মেদিনীপুর:
    নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা’—এই প্রত্যয় নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যেগে নন্দীগ্রাম থানা ৮ ডিসেম্বর একটি সতর্ক রেলির আয়োজন করল।
    সারা পৃথিবী জুড়ে আজ মাদক পাচার একটি গভীর সঙ্কটের রূপ নিয়েছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে, যেসব দেশে অর্থের অভাবে ভুগছেন বহু সংখ্যক মানুষ, এবং নিরাপত্তার অভাবে আটকানো যায় না বহু অপরাধ। এই পরিস্থিতিতে অপরাধের পথে মানুষকে চালিত করা সহজতর হয়ে পড়ে। সমীক্ষায় প্রকাশ, মাদক পাচারের ফলে ব্যাহত হয় শিক্ষা, বাড়ে অপরাধ।
    লক্ষ্য মূলত দুটি – গভীরভাবে মাদকাসক্ত অপরাধীদের শাস্তি না দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রচেষ্টা, এবং এই রেলিতে সামিল করা সর্বস্তরের সাধারণ মানুষকে, যাঁরা কেবল অর্থ প্রদান করে এই উদ্যোগকে সমর্থন করবেন তাই নয়, চাইলে অন্য অনেক উপায়ে এর সঙ্গে যুক্ত হয়ে সমাজসেবা করতে পারবেন।