|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর* : আবারও মানবিক মুখ দেখলো মেদিনীপুর শহর। মেদিনীপুর শহরের সঙ্গতবাজার এলাকার সন্তানসম্ভবা গৃহবধূ সাইন আক্তারের জরুরি প্রয়োজনে মঙ্গলবার বৃষ্টিভেজা মাঝরাতে রক্তদিতে এগিয়ে এলেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক তথা শালবনী ব্লকের কলাইমুড়ি নেতাজী সুভাষ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুভাষ জানা। পশ্চিম মেদিনীপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গতবাজার এলাকার সন্তানসম্ভবা গৃহবধূ সাইন আক্তারের চিকিৎসার জরুরি প্রয়োজনে মঙ্গলবার রাতে বি পজেটিভ রক্তের প্রয়োজন হয়। মেদিনীপুর ব্লাড ব্যাংকে বি পজেটিভ রক্ত মজুত ছিল না। রক্তের জন্য মঙ্গলবার রাত ১১ টা ৪০ মিনিট নাগাদ রোগীর আত্মীয়রা যোগাযোগ করেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য,রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়ার সাথে। চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া তৎক্ষণাৎ যোগাযোগ করেন বি পজেটিভ গ্রুপের রক্তের অধিকারী সুভাষ জানার সাথে।কাল বিলম্ব না করেই দুজনকেই নিজের নিজের বাড়ি থেকে বৃষ্টি ভেজা রাতে গায়ে বর্ষাতি চাপিয়ে রাত ১২ টা নাগাদ হাজির হন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে। সুভাষবাবু রক্তদানের কাজ সাড়ে বারোটার মধ্যে সম্পন্ন হয়ে যায়। রক্তদান করার জন্য সুমিতবাবুকে রোগীর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা জানিয়েছেন।
ঘটনার বিবরণ সহ সুভাষবাবুর রক্তদানের ছবি সুদীপ বাবু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে বহু মানুষ যেমন অভিনন্দন জানিয়েছেন সুভাষ বাবুকে, তেমনি ধন্যবাদ জানিয়েছেন সুদীপ বাবুকে। উল্লেখ্য করোনা আবহের মাঝেই এই নিয়ে ৯৮ দিনের মাথায় দ্বিতীয়বার রক্ত দিলেন সুভাষ বাবু।