স্বাধীনতা দিবসে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষ বিতরণ

তাপস দাস, হুগলি: ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস বলতেন -“নাটকে লোকশিক্ষে হয়” -এই শাশ্বত বাণী কে মাথায় নিয়ে হুগলির *হারিপাল আশ্রমিক* নাট্যদল। আজ ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের পুণ্য দিনে সামাজিক উন্নয়নে সামিল হয়। সূবর্ণ জয়ন্তী বর্ষে প্রতি বছরের মতো তারা আজকের দিনে আয়োজন করেছিল স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষ বিতরণ।সেই সঙ্গে এলাকার দুঃস্থ মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। আজকের এই শিবিরে সর্বমোট চল্লিশ জন রক্তদাতা তাঁদের অমূল্য রক্তদান করেন, প্রতি রক্তদাতা কে একটি করে মেহগনি গাছের চারা উপহার দেওয়া হয়।

    দলের সম্পাদক ভাস্কর দাস বলেন –সারাবছর নাট্য চর্চার পাশাপাশি তারা সামাজিক দায়িত্ব পালনেও দায়বদ্ধ।দূষণ মুক্ত পৃথিবী গঠন ও মুমুর্ষ রোগীদের কল্যান সাধনে তাদের এই উদ্যোগ।