মেদিনীপুর জেলার বিশিষ্ট সমাজসেবী গণপতি বসুর ৯৭ তম জন্মদিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: করোনা আবহে লকডাউনের দিনে অনাড়ম্বর ভাবে সংক্ষিপ্ত ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে অবিভক্ত মেদিনীপুর জেলার সবুজ বিপ্লবের অন্যতম অগ্রদূত, সাহিত্যরসিক, সংস্কৃতিপ্রেমী, বিশিষ্ট সমাজসেবী এবং অবিভক্ত মেদিনীপুর জেলার সর্বপ্রথম সংগঠিত ব্যবসায়ী সংগঠন মিডনাপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব্ কমার্স (পরবর্তী কালে পশ্চিম মেদিনীপুর ডিষ্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি গণপতি বসুর ৯৭ তম জন্মদিন পালিত হলো ।
স্বাস্থ্যবিধি মেনে এদিন সকালে গণপতি বসু স্মৃতি সমাজকল্যাণ সমিতির উদ্যোগে একটি সংক্ষিপ্ত ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত সমাজসেবী গণপতি বসুর ৯৭ তম জন্মদিবস পালন করা হয়। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের পাশবাড়ির গণপতিনগরে গণপতি বসুর সমাধিস্থল এবং স্মৃতি স্তম্ভে মাল্যদান করা হয়।

     

    উপস্থিত ছিলেন গণপতি বসু স্মৃতি সমাজ কল্যাণ সমিতির কার্যকরী সমিতির সদস্য সৌরীন দত্ত, কার্তিক রুইদাস ,গণপতি বসুর পুত্র চন্দন বসু এবং গণপতি নগরের অধিবাসী বৃন্দ। পরে সদরঘাটে গণপতি বসু স্মৃতি উদ্যানে গণপতি বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন গণপতি বসুর পুত্রদ্বয় রামদাস বসু ও চন্দন বসু,দুই পুত্রবধূ মানসী বসু ও চন্দ্রলেখা বসু,পৌত্র অভ্রণীল বসুসহ পরিবারের অন্যান্যরা এবং স্থানীয় অধিবাসীরা। উল্লেখ্য ১৯২৪ সালের ২০ শে আগষ্ট গণপতি বসু গড়বেতার নোহারীতে জন্মগ্রহণ করেন।