|
---|
সংবাদদাতা : সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য ও রক্তযোদ্ধা সাবিরুল সেখের জন্মদিন, আর তাই বৃষ্টি থেকে অতিবৃষ্টি কেউ উপেক্ষা করে ট্রাস্টের যোদ্ধারা পৌঁছে গেছিল আজিমগঞ্জ জংশন স্টেশনে বিভিন্ন দুঃস্থ মানুষদের জন্য খাবার নিয়ে। ট্রাস্টের কোন সদস্যদের জন্মদিনে খাবার বিতরণ এই প্রথম নয় এর আগেও বহুবার করেছে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট তবে গতকালকের দিনটা ছিল একটু অন্যরকম। আবহাওয়া ছিল প্রতিকূল তবে সব বিপর্যয়কে উপেক্ষা করে আজিমগঞ্জ জংশন স্টেশনের বিভিন্ন পথচারী এবং অসহায় মানুষদের হাতে রাতের খাবার তুলে দিল সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন যে বার্থডে বয়ের ইচ্ছে ছিল এরকম এক কর্মসূচি করার এবং সেটি আমরা সফল করেছি, অসহায় মানুষদের হাতে বিরিয়ানির প্যাকেট এবং একটি করে জলের বোতল তুলে দিয়েছি আমরা। ট্রাস্টের আরেক যোদ্ধা সামাদ শেখ বলেন জন্মদিনে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের নিয়ে ভুরিভোজন না করে আপনারা এই সব দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ান।